২৩
আমার চেতনা ছিন্ন করি
চলে গেলে হায় কি করি?
আমার স্বপ্ন এখন নিরাকার,
যদি তুমি দাও আকার,
হাসতে পারি।
কাঁদতে পারি,
চিৎকার করি।


২৪
তোমায় নিয়ে সন্ধ্যারাতে,
স্বপ্ন দেখি কত,
তুমি আমার ভাবনা প্রিয়
ভাবনা শত শত।


২৫
শুধু আজ ভাবনাগুলো
আকাশ গঙ্গায় ভাসতে ভাসতে
আমায় মারলো,
দিনশেষে।


২৬
পুরনো দিনের
বেদনা সব, ভুলে যেও প্রিয়,
ভালোবাসা না হয় রইলো গোপনে,
এখন তবে শুভেচ্ছাই নিও।


২৭
যদি গদ্য লিখ,
তবে কি পদ্য প্রেম হবে না,
ভালোবাসতে কি প্রিয়,
নেই মানা?

২৮
যদি তুমি মোরে ডাকো,
একা একা ঘরে থাকো,
বৃষ্টি বাদলে,
সৃষ্টি আদলে,
সে আশা মনে রেখো।


২৯
আমার গান শূন্য সে,
সুরে সুরে যায় মিশে,
তোমার বাঁধন,
ছিন্ন এখন,
রূপসাগরে যায় ফেঁসে।


৩০
যদি ভালো লাগে তবেই
স্বপ্ন দেখতে এসো,
যদি ভালো লাগে তবেই
ভালোবাসতে এসো।