৩৬
এখন তুমি জাগ্রত হও
খােদিত প্রতিমা,
শিল্পীর তুলির আঁচড়ে
অপরূপ প্রিয়তমা।


৩৭
টিয়ে জামাটি
ধন্য হয়েছে তােমার পরশে,
তুমি চেয়ে আছাে জানালায়
প্রিয়,দেখাে বাতাস বইছে হরষে।


৩৮
কালাে ওড়নাটি মিশে আছে
তােমার হাতের ছোঁয়ায়,
তুমি হঠাৎ করে দাড়িয়ে গেলে
মাথাটি তার নােয়ায়।


৩৯
তােমার চোখে মলিনতা
মানায় না তাে প্রিয়,
দোয়া করি হাজার বছর
জিও,জিও,জিও।


৪০
তােমার পায়ের নােখের রঙে
আমার ঠোঁটের চুমু,
বাপাশেতে হাত দিও না,
একটু থামাে।


৪১
তােমার পায়ের ছােট্ট
নােখে লেগে থাকা মাটি,
সােনা তাে নয় যেন
কোহিনূর হীরেটি।


৪২
তােমার দুটো পায়ের ছোঁয়ায়
ধন্য নদীটি,
তােমার দুটো চোখের চাওয়ায়
মুগ্ধ প্রকৃতি।


৪৩
তােমার ঠোঁটের বামপাশেতে
ছােট্ট তিলটি তাে নেই,
যা আছে তাই তাে অনেক
তিল হারাবে কাজলেই।