৫৬
ভালােবাসা উড়ে যায়,
ফিনিক্স পাখির খামে।
উড়ে যায় স্মৃতির পাখিরা,
নাগরিক বসন্ত নামে।
আমি এখন স্বপ্ন দেখিনা,
স্বপ্নের কাব্যিক দামে।
উড়ে যায় ফিনিক্স পাখিটি,
নব সভ্যতা নামে।


৫৭
সে ছিল এক বেদনার কাহিনি,
মৃত্যু নগরে অসম সাহসীর মুখ তিল,
সে ছিল এক স্তব্ধ শীতল রজনী,
সুঠাম দেহের নাগরিক অসুখ নীল।


৫৮
আমাদের ভালাে লাগা তাদের
প্রেমের মতাে চিরন্তন হতে হতে
চাঁদ ছুঁয়ে এসেছে।
আর আমাদের স্বপ্নে :
বিরহী ডাহুকের অবাক চোখে
নাগরিক সুখ সন্ধ্যা নেমেছে।