৬১
ওগাে, জন্ম স্বাধীন প্রাণ,
তব পবিত্র পায়ে যদি বা
বিলীন হয়ে যাই
তবে কি অমরত্ব পাবাে?


৬২
কল্পনায় একগুচ্ছ গােলাপ দিতে পারি,
তবুও তাে লাভ হবে না,
ভালােবাসার অপর নাম বেদনা,
যদি সত্য হয় জেনে রেখাে,
এখন বড় নিষ্ঠুর নিষিদ্ধ এই সময়।


৬৩
শুভ জন্মদিন,শুভ জন্মদিন,প্রিয়তমা,
নীল সমুদ্র পেরিয়ে, কতই না সুন্দর হলে,
বলতে পারি,নিরূপমা।


৬৪
যাকে ভালােবাসি সে হয়ে যায় বেদনা,
যে আমায় বাসবে ভালাে বলবাে তাকে,
কেঁদোনা।


৬৫
কতদিন হলাে চিঠি লিখি না,
লিখি না তাে কোনাে গল্প,
আমার প্রিয়তমা বাসে না
আমায় ভালাে,অল্প।


আজ তার জন্মদিনে
আমি অধম কি দিব উপহার,
অন্ধকার পথে দেখা কি যায়
ফুটন্ত ফুলের বাহার?