আমি আনন্দ পেলাম,
আমি সুখ খোঁজে পেলাম,
তোমার পরশে
হঠাৎ হেসে
আবার কেঁদে উঠলাম।



আমি দেখিনি সেদিন স্বপ্ন,
দেখিনি কোনদিন ভালোবাসায়
তোমার মৃত্তিকা জলে
ছলে বলে কৌশলে ছলনায়:
আমি দেখেছি সেদিন স্বপ্ন
লিখেছি সেদিন গল্প
কল্পকথার ছোঁয়ায়।
আমি ভালোবাসিনি তোমায়,
তুমি ভালোবাসোনি আমায়,
তাই কবিতাও গোপনে,
আমি লিখেছি ব্যথা স্বপনে,
তবু জাগ্রত হবে তো  হৃদয় গহীনে।



আজ আমার কান্নার দিন,
তুমি এসেছিলে কেন?
হাত ধরে ছিলে কেন?
কবিতার কথা বলেছিলে কেন?
কেন দেখিয়েছিলে স্বপ্ন,
গল্পকথায় জাগ্রত ভুবনে?
তাইতো আমি দেখছি হরিণী
গোপনে গোপনে ।


১০
গল্পরা হাসে গল্প ঠোঁটে নিয়ে,
চক্ষুরা হাসে বনে,
আমাদের প্রেম যত,
প্রকাশিত অভিনব,
জাগ্রত ব্যবধানে।