৭১
তােমায় দেখে দেখে দেখার
মিটলাে না তাে স্বাদ,
ও রাজকুমারী, বলাে, তােমায়
ভালােবাসা কি অপরাধ?


৭২
তােমায় ভালােবেসে ইস্তফা দিয়েছি সব অপরাধ,
ওগাে নিরূপমা,তবুও কি তােমার আশ মিটেনি?
বাড়িয়ে দিলে শাস্তির মেয়াদ!
সে কথা না হয় লিখে রাখা থাক
ধূলাে ডাকা প্রস্তর দেয়ালে,
আমায় মারলে নিজেও মরলে
আপন খেয়ালে।


৭৩
এভাবেই নাকি স্বপ্ন দেখতে হয় তার
আমার স্বাদের সংসারে,
এভাবেই নাকি প্রেমে পড়তে হয়,
গুমরে মরে হিয়া বারেবারে!


৭৪
তার কাছে আমি স্বপ্ন দিয়েছি
বাকি,কবিতা লিখতে আসিনি,
হে আমার প্রেম,গুমরে মরাে,
কলজে ছিড়ে বের করাে না পানি।


৭৫
স্বপ্ন দেখা বন্ধ হলাে
তােমায় পাবার আশে,
ও রূপকুমারী, স্বরূপ
তােমার জীবন নাশে।


৭৬
জীবন আমার বিফলে গেলাে
তােমায় ভেবে ভেবে,
ও রাজকুমারী, বলাে, বলাে,
আমার কথা ভেবে ছিলে বা কবে?