৮৮
যদি ভালোবেসে থাকো
কখনো আমাকে ভীষণ,
জেনে রেখো,নিস্তব্ধ
এই জীবনের রঙ
তোমার বিরহে।


৮৯
কখনো মনে হয় যদি
রাখবে বেঁধে তরী,
আমি টেনে নিয়ে যাবো
তোমাকে সঙ্গে করি
এই পথে।


৯০
কখনো কি আমাকে তুমি
ভালোবাসবে বলো,
যদিও জীবনটা আঁধার কালো
এই বেলায়।


৯১
পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে,
ভালোবাসা বাঁকে বাঁকে
পড়ে রয়,কেউ দেখে না তো
আমাদের মৃত্যুর শোকাবহে।


৯২
ডাক দিয়ে যায় সকলে,
তুমি আমায় ভালোবেসো
সকল কাজ ফেলে।