আমি বড়ো ভালোবাসি
আমার প্রিয়তমায়,
যাকে দেখে মন আমার
নতুন কাব্যে স্বাগত জানায়।


নতুন কাব্য লিখে লিখে
আমি করি তার খোঁজ,
তার প্রেমে মুগ্ধ বিকেল
ইচ্ছে গোলাপ রোজ।


আমার প্রেমের কাব্যে সে
নতুন কবিতা আনবেই,
আমার মনের ইচ্ছেগুলো
খোঁজে ফিরে দীপান্বিতাকেই।


দীপান্বিতা,দীপান্বিতা,
এই নাও প্রেমের চিঠি,
তোমার প্রেমে কাব্য করে
মরে যাই যদি।


হাত দুটো হাতে নিও
তুমি চুমো খেয়ো হাতে,
তোমার প্রেমে কাব্য করবো,
পাখি হবো রাতে।


পাখি হয়ে উড়বো দুজন,
গাছের মিষ্টি ফল,
হাত ধরে নিয়ে যাব প্রিয়তমা
ভালোবাসবি কিনা বল্?


তোমার প্রেমে কাব্য করে
পেলাম নতুন দিশারা,
তোমার প্রেমে মজনু আমি
একটু দাওনা ইশারা।


আমার প্রেমে মিষ্টি হাসি
বেহেশত্ ও চাইনা সে,
একবার যদি মরে যেতে পারি
তোমাকে ভালোবেসে।


ভালোবাসা, ভালোবাসা,
করে আমি পাগল প্রতিদিন,
আমাকে কি তুমি ভালোবাসবে বলো
আমি যে দিনহীন।


তোমার প্রেমের বিষের জ্বালা
জলে মনের অজান্তেই,
একবার যদি বলো প্রিয়তমা,
শুধু ভালোবাসো আমাকেই।


তোমার প্রেমে বিলিয়ে দিতে পারি সব,
বাংলাদেশ কেন পাবে ছাড়্,
একবার যদি বলো প্রিয়তমা,  
তুমি শুধু আমার।