ঝড়ো হাওয়া আসে খোলা জানালায়।
মৃত্যুর আগে আদুরে হাত বোলায়।
বিজলি চমকায় বিষন্ন খোলা ছাদে।
হাসতে দেখে আকাশটাও কাঁদে।


অস্ফুট ধ্বনি কাঁচের খাঁজের ফাটলে,
আহত নেড়ি কুকুরের আদলে।
চিৎকার করে মেঘগুলো তারস্বরে।
শেষ হাসিটা ঝাঁপ দিয়ে পড়ে।


রাজপথে লেগেছে কৃষ্ণ নদীর ঢেউ।
ধুয়ে যেতে চায় নগরে কেউ কেউ।
আর্কের মত ভেসে যায় লোকাল বাস।
দেখে যায় সব একাকী এক লাশ।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৯/০৪/২০১৭