সুহাসিনী,
তোমার জন্য সহস্র আলোকবর্ষ পেরিয়ে এনেছিলেম,
এনেছিলেম পাঁচটি নীলপদ্ম।
প্রিয়ংবদা,
তোমার চরণে পরাব বলে ছায়াপথের আলো চিড়ে
এনেছি আলোর ঝলক ছন্দ।
সুনয়না,
তোমার দীঘল কৃষ্ণ কেশে হারাবো বলে শিখেছিলাম
হারানো পথে যাবার শতটি উপায়।
সুপ্রিয়া,
তোমার হৃদয়ে এক রত্তি জমি কিনব বলে উন্মাদ হয়েছিলাম,
সভ্যতার প্রাচীনতম ভালবাসায়।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৬/০৯/২০১৭