আমাদের খিচুড়ির পাত থেকে
মাংসের টুকরা ছোঁ মেরে নিয়ে যায়
একটা দাঁড়কাক।
তখন হাহাকার করতে করতে
শুনে যাই রাজনৈতিক নেতার ফাঁকা
বুলির হাঁকডাক।
কাকেদের নেতারা কখনও বুঝি
এমন উন্মত্ত ভাষণে ফাঁকা আওয়াজ
করে ছোঁ মারে না।
ধর্ম কিংবা রাজ কোন নীতি বিধি
ক্ষুধার তাড়নায় তড়পানোর কাছে
কোন ধার ধারে না।
আমাদের হাহাকারগুলো দেয়ালের
পেছনে হা হা করে উপহাস করছে
প্রতিধ্বনির ধ্বনিতে।
ভার্চুয়াল পর্দায় চোখ রেখে দেখেও
না দেখে আর মিষ্টি সুরে ভেসে গিয়ে
পারিনি তো শুনিতে।
মাংসের টুকরার কঠিন হাড়খানা
ছুড়ে ফেলে দেয় দাঁড়কাক তাচ্ছিল্য
নিয়ে ফেলে বালিতে।
আমার খিচুড়ি পড়ে থাকে পাতে
আর নেতার ভাষণ শেষ হয়ে যায়
মুহুর্মুহু করতালিতে।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৭/১২/২০১৭