উড়ালসেতুর নিচে প্রাচীন নাগরদোলা,
তাতে যন্ত্রশকটেরা কুয়াশা দিয়ে যায়,
কুয়াশারা আকাশে উড়ে যেতে যেতে,
ভেসে যায় সফেদ ধূসর মেঘের ভেলায়।
ভেলার মেলায় বের হয়ে আসে জাহাজ,
একরাশ বাগানবিলাসের রঙ নিয়ে।
সে রঙে রাঙানো পথে কতশত দোকান।
দোকানের সারি চলছে রেলগাড়ি হয়ে।
অঝোর ধারায় নেয়ে যায় মৃন্ময়ী তন্বী
এক নগ্ন বালক ছুঁড়ে একমুঠো বালি,
সমস্ত ভিড় ঠেলে বের হতে চেয়েও সে
হারিয়ে ফেলে প্রাচীন শূন্য হৃদয়খানি।
নাগরদোলায় ঘুরে ঘুরে হাজার শতাব্দী,
কাঠের তীব্র প্রতিবাদ ছাপিয়ে শোনায়
বাগানবিলাসের ঝড়ে পড়ার আর্তনাদ।
লণ্ঠন জ্বেলে যন্ত্রশকট বালিকণা কুড়ায়।
নীল স্বপ্নের বাতিরা অস্তিত্ব জানান দেয়
মৃন্ময়ী বালিকার দীর্ঘ বেণীর জোড়ায়।
নগ্ন বালক ধুলো উড়িয়ে উড়ালসেতুতে
চড়ে যেতে থাকে শুভ্র মৃত্যুর ঘোড়ায়।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৩/০৮/২০১৭