একজোড়া পরিচিত পদশব্দ কানে আসে,
পদযুগলের অধিকারীর চেয়েও শব্দগুলো
অনেক অনেক বেশি পরিচিত।
পায়ের শব্দে মিশে থাকে আবেগ- উচ্ছ্বাস,
আনন্দ, হতাশা, ক্রোধ, ভালবাসা।
আজকের শব্দগুলো অতি পরিচিত, কিন্তু-
কিন্তু শব্দের আবেগটা বড় অপরিচিত।
বাগানবিলাস কিংবা কাগজের ফুল যেন।
আবেগ আছে, শুধু আমার ইন্দ্রিয় গ্রহণে অক্ষম।
পরিচিত পদশব্দ কাছে আসে।
পরিচিত কণ্ঠস্বর শোনা যায়।
পরিচিত মুখাবয়ব ভেসে ওঠে।
তারপর...তারপর আবার হারিয়ে যায়।
দৃষ্টির আড়ালে। অচিনপুরে।
তবু পরিচিত পদশব্দের রেশ রয়ে যায়-
রয়ে যায়...রয়ে যায়...
-মিনহাজ উদ্দিন শিবলী
০৮/০৬/২০১৭