আগের রাতেই ঘটেছিল সব অস্পৃশ্য
যখন সবকিছু কেড়ে নিয়ে যায় বিশ্ব।
শব্দে শব্দে গড়ে
স্বপ্ন হঠাৎ করে
আগুন জ্বালিয়ে দেয় কলমের কালিতে।
কাল্পনিক বিকৃত ইচ্ছের কবর বালিতে
এঁকেছিল এক চিত্রকর;
দিয়েছিল তুলির আঁচড়।
হাতে নিয়ে তুষারের কণাগুলো ধীরে
কবিতার খসড়া নিয়ে ছবিতে ফিরে
সম্ভ্রমের যত অর্থহীনতা
তারাদের মাঝে তার দীনতা।
কখনও হয়ত আমি নাহয় পৃথিবী হব
মানুষের মত নিরীহ হয়েই বেঁচে রব।
নীলাভ আঁধার আকাশে
ঘুড়ি সাঁতরায় বাতাসে-
রূপালি চাঁদের আলো চিমনি বেয়ে পড়ে,
শেষ রাতের রূপকথা বাস্তবতার তরে।
বিস্মৃত মুহূর্ত ভুলে
সে তবু পথ চলে
আমি যাত্রায় অজানা গন্তব্যে আছি
আপন কাহিনীকে খুঁজে খুঁজে ফিরছি।
রাতের স্বাদ নিতে থাক,
উন্মাদের হাত ধরে রাখ,
কল্পলোকে ভেসে বেড়ানো উন্মাদের
ভীষণ অসহ্য লাগে তত্ত্ব বাস্তববাদের।
গল্পবলিয়ে বসায় মেলা
শব্দে শব্দে চলছে খেলা,
যে গল্প লুকিয়ে থাকে নিউরনের ভাঁজে
অন্য পৃথিবীর অন্য আকাশে তা খোঁজে।


-মিনহাজ উদ্দিন শিবলী
৩০/০১/২০১৬