কোটি আলোকবর্ষ দূরে ধ্বংস হওয়া একটি তারা
এখনও জ্বলছে নিভছে তোমাদের কাছে এ রাত সারা।
ধরে নাও যেন ওই তারায় কখনও বসত গড়েছি।
কবেই হয়েছি ধ্বংস, আপেক্ষিকতায় বেঁচে আছি।


কৃষ্ণগহ্বরে আটকে যাব সিঙ্গুলারিটির মাঝে-
পাবে না আমায় চাইলেও ঘটনা দিগন্ত খুঁজে।
দ্বিধার মাধ্যাকর্ষণ তিলে তিলে পিষে মারছে।
দেখা হবে অন্য কোন প্যারালাল ইউনিভার্সে।


-মিনহাজ উদ্দিন শিবলী
২১/০১/২০১৬