সোয়া ডজন মানুষ আর দেড় ডজন মাছি;
আপেক্ষিকতা তত্ত্ব মেপে পেয়ালায় বাঁচি।


ভয়ঙ্করী অল্পবিদ্যায় চলেছে তুমুল চাষ,
কিছু স্বপ্নের জেগে ওঠায় কিছু স্বপ্নের লাশ।


সংযমেরা ঠেকে গিয়ে শান্তির ধোঁয়ায় ওড়ে,
শত শান্তির বিনিময়ে সহস্র সুখেরা মরে।


ভাইরাসের লেনাদেনা কাগজগুলোর গায়ে;
ক্লান্তি গলে মিশতে থাকে উষ্ণ কাপের চায়ে।


-মিনহাজ উদ্দিন শিবলী
০১/০৭/২০১৬