পূর্ণিমাচাঁদের প্রতি একদলা ক্ষোভ
গলায় বিঁধে আছে কই মাছের কাঁটার মত,
উগড়ে দেয়া যায় না,
গিলে ফেলা যায় না।
সপ্তাহ চারেকে একবার ঢোঁক গিলে
তার অসহ্য উপস্থিতি জানান দেয়।


এমনই কোন পূর্ণিমাতিথি ডেকেছিল
বুদ্ধকে, মহামানব হবার পথে।
যশোধরা ও রাহুলের গলায়ও হয়ত
পূর্ণিমাচাঁদ আটকে ছিল-
কই মাছের কাঁটার মত।


মহামানবেরা বেঁচে থাকে,
পূর্ণিমাতিথিরা ফিরে আসে
কিংবা আমরাই ফিরে যাই পূর্ণিমায়।
কিন্তু আমরা মহামানব নই বলে
মহামানবদের প্রতি হিংসা লুকিয়ে
ক্ষোভ দেখাই পূর্ণিমা চাঁদে।
পূর্ণিমাও শোধ নেয়,
আটকে থাকে, যন্ত্রণাদায়ক কাঁটার মত।
আর মহামানবেরা হাসেন,
হয়ত আমাদের ছটফটানি দেখে,
হয়ত পূর্ণিমাতিথি দেখে।


-মিনহাজ উদ্দিন শিবলী
১৬/১১/২০১৬