১।
শেষ শিশিরবিন্দু যখন শুকিয়ে যাবে ঘাসের ডগায়
তখনও মুগ্ধতায় ঘাসেরা থাকে অদ্ভুত ভাললাগায়।
২।
এমনই কোন এক পূর্ণিমা রাতে বুদ্ধ চলে যান সিদ্ধিলাভে।
আর আমি বসে থাকি ময়ূরাক্ষী নদী পাড়ে। চায়ের অনুভবে।
৩।
মনের গহীনে ঘুরিতে লাগেনা যন্তর।
নেই সে ঘুরার কোন আদি কিবা অন্তর।
৪।
হে ভালবাসা,
তব পদযুগলে হয়ত নামাব না মহাকাশ।
তবে হে ভালবাসা,
হাতে তুলে দিতে পারি কাশফুল একরাশ।
৫।
লজ্জায় বালিকার গালে গোলাপি আভা
বালিকা তুমি কি আরেক কাপ চা খাবা?


-মিনহাজ উদ্দিন শিবলী
-দুহাজারষোল, নভেম্বর এর কোন এক নির্ঘুম রাত। (তারিখ মনে নাই এইটাই কথা)