ভাঙা দেয়ালে বসে, ইট পড়ছে খসে,
মানুষটি বড় অযৌক্তিক।
বলছে ডেকে ডেকে, এসেছে জেল থেকে,
চিঠিপত্তর সব ঠিক।


যাঁতাকলের মাঝে, পিষ্ট আবেগের ভাঁজে
অদৃষ্টবাদীর জমা হতাশা।
প্যাঁচানো এক উরঙ্গম, দেখে মিথ্যে সঙ্গম,
এসব নাকি ভালোবাসা?


ভ্রান্ত রিপু দমন, দেবতারও বেশ্যাগমন
মানবেরা জমায় ক্ষোভ।
দিচ্ছে সাগর পাড়ি, খুঁজতে তাহার বাড়ি,
অনর্থক কিছু লোভ।


ভাঙা দেয়ালে দিঠি, মরীচিকার চিঠি
তামাকের মত জ্বলে।
মিলিয়ে গেল সময়ে, নাহয় থাকব রয়ে
তোমার ক্ষোভানলে।


-মিনহাজ উদ্দিন শিবলী
০৬/০৩/২০১৭