বুকের ভেতর শুধু হা হা কার
মেঘেদের গর্জন , পাখিদের চিৎকার
চারিদিকে শুধু মানুষের উল্লাস
বন্ধ হয়ে আসে প্রকৃতির নিঃশ্বাস।
ফিকে হয়ে আসে আমার সমস্ত স্বপ্ন
আকাশের দিকে তাকিয়ে চিন্তামগ্ন।
এবার আমার যাবার বেলা
দূর মেঘে ভাসিয়ে ভেলা
পাখির ডানায় ভর করে;
উড়ে যাব দূর থেকে বহু দূরে।
পৌঁছে যাব হাজার পরীর সমাবেশে
নরম স্বরে একটি বর নেব চেয়ে
তখনই হব মেঘ ,তখনই হব সূর্য
প্রখর রৌদ্র তাপে ঝলসে যাবে এ বর্ষ
এখন মানুষ সুখের খোঁজে যন্ত্রের পেছনে ছুটে।
কোলাহল ছেড়ে একবার
চেয়ে দেখো সন্ধ্যাকাশে
সমস্ত সুখ জ্বলছে টিমটিম করে ।