ছোট্ট একটি কন্যা ছিল মায়ের গর্ভে সুপ্ত,
জন্মাবার আগেই তাকে করছি মোরা লুপ্ত।
জন্ম-যন্ত্রণা, পালন-যন্ত্রণা যার সহজসাধ্য ;
কোন যন্ত্রণার চাপে সে আজ ভ্রূণ-হত্যায় বাধ্য?
নারী কি তবে অবলা নয়?শেখানো বুলি বলে!
অবলা হলে মিশত না আজ ষড়যন্ত্রীর  ছলে ।


পণপ্রথা শাপ না থাকলে হত না এমন হত্যা!
কন্যারুপী রত্ন মোদের হত না এত সস্তা ।
কিছু,অর্থলোভী-সহযোগী নীতহীন  চিকিৎসক,
নারীজাতি লুপ্ত করতে হয়েছে আয়োজক ।


বেরিয়ে চিকিৎসালয় থেকে অর্ধ-পিতা দেখে,
কসাইখানায় খাসি কাটছে কসাই মনের সুখে--
অর্ধ-পিতা বলে,"ঈশ্বর কর না এদের মাফ !"
নিজ সন্তান হত্যা করে নেই তবু অনুতাপ ।