তুমি মা মহামায়া পার্থিব সকলই ছায়া ,
তোমার মায়া বোঝে সাধ্য আছে কার!
মা হয়ে সবার মাঝে এলে তুমি নব সাজে,
কে যে তোমার পুত্রা কন্যা বোঝা বড় ভার।


উমা হয়ে শান্ত ছিলে দুর্গায় ভয়ঙ্করী ,
দশভুজা অস্ত্র হাতে অসুর প্রলয়ঙ্করী ।
ইচ্ছাময়ী নাম ধর ভক্তের ইচ্ছা পূরণ কর!
তাই তো আজ ও মাগো তোমার স্মরন করি!