বহুদিন পর -------আজ
আমি তোমার মুখোমুখি !
দিন সময় খুব ভাল যাচ্ছে না,
এখন কেও কারো মুখোমুখি হয় না ;
----------চোখ এড়িয়ে চলতে হয় ।


সেই সব সরল ক্ষুদ্র মানুষেরা ক্রমশ
          হারিয়ে যাচ্ছে -------
পাড়ার ছেলেটির সঙ্গে কোন যুবতী গ্রামে ঢুকলে
জটলা হয়ে পরস্পরের সঙ্গে আড্ডা জমত ।
মেয়েটি কে ? ওদের সম্পর্ক কিরুপ !
কারো ঘরে উনান না জ্বললে ---
কোন নারী প্রসব যন্ত্রণায় কাতর হলে
পাড়ায় ঝগড়া বাঁধলে ------------
যারা সাহায্যের হাত বাড়াত  --
অন্যের দুশ্চিন্তায় রাত জাগত !
সেই কৌতূহলী , অনিসন্ধিতসু সরল মানুষগুলো
আজ কোথায় ?


তুমি হারিয়ে যাবার মত সস্তা নও ----
তুমি কোথায় যাচ্ছ! কার সঙ্গে যাচ্ছ !
সেসব ভাবার সময় এখন নয় ।
এখন এটাই বড় ব্যাপার তুমি আমি মুখোমুখি !