আমি জরাজীর্ণ-রোগগ্রস্ত , মুক্তি চায়!
মুক্তি-মন্ত্রে তুমি প্রজ্বলিত ---------
এসোনা একটু এগিয়ে পুন্যকাজে!
তোমার মনে একটি সংকোচ কাজ করে।
ভাইয়ের যন্ত্রণা -ব্যাথায় তোমার হৃদয়-আনচান !
তবু, ভগিনী সত্ত্বা কে দমিয়ে-- ------- ভাবতে হয়_
এই সমাজে যুবক-যুবতীর ভাই-বোন হতেও বাধে!
--------------------------তুমি এত ভাবো কেন?
ছুটে এসো দুঃসময় সব ভাবনা ভুলে!


নিবেদিতা ও পেয়েছে নিন্দা, তবুও বরণীয় ।
জানি তুমি নিবেদিতা নও !
ভাবতে কিসের বাধা?
তোমার মনের জীবিত সংকোচ কে টুটি টিপে মারো !
তুমি পাবে মুক্তি, আমি পাব আরোগ্য !