দেশপ্রেম ছাড়া এ দেশ কখনো আমাদের ছিলো না!
ক্ষুদিরাম থেকে নূর হোসেন আমাদের পূর্বসূরিদের মতোন;
আমাদের নামের ডাকনাম বর্গাচাষি!
বর্গির সমাহার এ দেশ,
এ দেশে এসেছে ভিনদেশি শুকুর
এ দেশ শোষণ করেছে স্বজাতি মুগুর!


রক্ত নেয়া ছাড়া এ দেশ কখনো আমাদের ছিলো না!
বায়ান্ন থেকে একাত্তর, পঁচাত্তর থেকে ওয়ান এলিভেন-
রক্তের উত্তরাধিকারী ক্ষত বয়ে যাচ্ছে শতাব্দী
এ দেশ বৈশ্বিক রাজনীতির বসন্তফুল;
ফাগুন এলেও আমাদের কোনো বসন্ত ছিলো না!


সূর্যাস্ত আইন-ছাড়া এ দেশ কখনো আমাদের ছিলো না!
সপ্তম, অষ্টম নৌ বহরের ম্যাকিয়াভেলি-পলিটিক্স খেলায়
এ দেশে 'বাফার স্টেট' এক; আজও আসে-ঘাঁটি গাড়তে ধূর্ত শেয়াল-
এ দেশে এসেছে অসংখ্য জল্লাদ-অসূর
এ দেশ শাসন করেছে রক্তভাই ডাইনোসর!


শষ্যের লীলাভূমি এ দেশে মজলুমের গল্প বলার ফাঁদে
গড়েছে ক্ষমতার রঙমহল!
রাজমহল জুড়ে ঝিকিমিকি ঝিকঝাক পুঁজির তারকারাজি
পথ ধরে; মধ্যস্বত্বে হেঁটে যায় ট্রানজিটের বধ্যভূমি!


এ দেশে হয়েছে কেবল ক্ষমতার চাষ-জমিদারি চাষী,
এ দেশ আমাদের হলেও আমরাই বঞ্চিত বারোমাসি!