গত কালের কালবৈশাখীর পূর্ব সন্ধাবেলা
সূর্য্য অস্তমিতে তখনও হেলা,
জনপথের ধারে দাঁড়িয়ে আছে
পবন পানে দিক্ষীত দৃষ্টি পানে
বার্ধক্যে উপনীত এক ঈতর প্রাণী;
অনিশ্চিত এক কালের অপেক্ষায়।


সন্ধা নামে ক্ষনে বৈশাখ নয়
চৈত্রের মাসের গগনে,
বিজলীর ঝলকানীর প্রজ্জলিত আকাশ
সব কিছু তুচ্ছ করে এলো যেন বাতাস,
তছনছ করে দিয়ে গেছে কারও
রঙ্গীন স্বপ্নে আাঁকা কোন আবাস।


গৃহে ফিরে দেখি সবি আছে ঠিকিই
ভেঙ্গেছে শুধু আমার মন
কোন সে অজানা বৈশাখী ঝড়ে
যে সাইক্লোন করেছি দমন
এটা তো কিছুই নয় সময়ে
এক বিনম্র বিস্মন্ন ঘাতক ব্যধি।


প্রাতে উঠে শুনি চন্চলতা নয়
এ নয় কোন বিষম; সূখকর বাণী,
যে ঝড়ে জীব হয়েছে বধ্
সৃষ্ট মানবতার করুন আহাজারী
জানিনা আকাশে তার
বিশৃংখল পতিত বজ্রধ্বনি।