কচুর পাতার পানির মতো
ভাল আমায় বাসবে কত
আমি তো আর সইতে পারিনা।


ধোঁয়া ধোঁয়া স্মৃতি গুলো
লাগে স’বি এলো মেলো
আমি তো আর বলতে পারিনা-


যে ছবি আঁকা এ হৃদয়ে
তা জানিনা কেন তা
এতো গহিনে
কোন সে চোরা বালি
কিছু নয় স’বি খালী
কোন কিছু ভাবতে পারিনা ।।


জীবনের সাত রঙে
বাঁধা ছিল জীবন তরী
আজ কেন সেই খানে
কি আছে সঙ্গোপানে
বিষের জ্বালার মতো
ক্ষয়ে ক্ষয়ে শেষ হয় না ।।


কত স্বপ্ন আঁকা ছিল
তোমার হৃদয় মাঝে
আমার সেই রঙতুলি
আজও কি সেখানে আছে
আছে সেখানে আঁকা
জল ছবির ঝরনা ।।


(কাব্য গ্রন্থ:-গীতি সঞ্চাল)