( ১ ) বিপরীত কাব্য
(সম-অসম,সত্য-অসত্য,ধর্ম-অধর্ম..)


একটি স্বরবর্ণ……. তোমার বেশি
তাই তোমাকে এখনো ভালোবাসি
মাঝে মাঝে শুধু করি যে অভিমান
তুমি যে ভাবো সে বুঝি অপমান!!


       (২)আহবান-ভালোবাসা


ভুল কার বেশি সে কি আর তত মেয়?
তুমি শহুরে আমাকে ভাবলে গেঁয়ো!
প্রগতি বন্ধু শত্রু আমার নহে
অনুভূতিকে কোরো না কা'রো হেয়
সত্য যাহা সবার কাছেই শ্রেয়
প্রেম ভালোবাসা সবার বুকেতে বহে
ভালোবাসা জেনো সর্বদা অমেয়..!!



সত্যে-সাম্য-শান্তি-প্রগতি-বিদ্রোহের এক মহানায়ক
যার কলম আমাকে ডাকে আর সেই অমর বাণী....
আমার বুকে...
[উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ..]