ঈশ্বর আমাকে কেন পরীক্ষা দিতে হবে?
সবাইকে দিতে হয় তবে!
তাহলে সবাই সুখী হোক
অথবা দুঃখী হোক.. পরীক্ষার ক্ষেত্রযন্ত্র
সবার জন্য সমতল হোক আসুক ধর্মে গণতন্ত্র!!
আমি একা মরব কেন? মরুক সবাই যতো !!
আমি অসুস্থ কেন? সবাই হাসপাতালে দাও জাম্প?
অথবা সবাই ভেসে যাবো লাশ হয়ে আইলান কূর্দীর মত
অথবা সবাই হবো জিন পিং পুতিন ট্রাম্প!
সবাইকে সিংহাসন দাও?
নতুবা সবাই হোক প্রজার ছাউ!
কে শুনবে তখন কার কথা?
অথবা সবাই হতাম বিবেকানন্দ ব্রতা!
অথবা সবাই নজরুল!
অথবা সবাই রবীন্দ্রনাথ?
হয় দিন নয় হোক সদাই রাত!
সবাই কি জাতীর পিতা হতে পারে?
মহাত্মাগান্ধী না রে?
সবাই কে জান্নাত দাও অথবা জাহান্নাম
নইলে কেন সাম্যতার দাম ?
অথবা সবাই তোমার মত ফেরেশতা হলে?
অথবা ঠিক আমার মত সবাই শয়তান হলে?
তাহলে ঈশ্বরের দূতেরাও
মার খায়? কষ্ট করে? করতো?
না না সাম্যতা হলে মন ভরতো ?!?
সবাই ঈশ্বরের দূত হলে না হয় হতো!
না না তাও না সবাই যদি ঈশ্বর হতো!
তবেই না সাম্যতা ?
আমি যদি ঈশ্বর হতাম
সব ঈশ্বরকে মেরে হতাম ঈশ্বরাধীশ্বর!
আর কায়েম করতাম সাম্যতার গড়!!
কিন্তু সাম্যতা হল না তাও!
এখন সব ধংস্ব করে বিশ্বজগৎটাও
সমান করে আনবো সাম্যতার বাও!
এখন থাকলাম একা আমি বেঁচে
এক ঈশ্বর আমি যাই নেচে!!
তবে এখন আমাকে মারবে কে?
কে আনবে সাম্যতা আমাকে মেরে?
কেউ নেই..?
তবে আত্মহত্যা করি আর ফিরিয়ে আনি
জগতে সাম্যতার রূপ !!!
চারিদিকে শুধু ধংস্বস্তুপ..
রাজ্য নেই রাজা প্রজা নেই ..
পড়ে আছে গণতন্ত্রের খেই..
পড়ে আছে এক সাম্যতার শাণ..
এখন সবাই সমান..সব সমান...!!