কবিতা আমার কাঁদে দিন রাত
মজলুম মানবতার
যখন যে পথে সে যায় পায়
প্রতিদানে ধোঁকা তার  
মিঠা মিঠা কথা বলে বলে সবে
টানে তারে ভুল পথে
কে বন্ধু আর শত্রু যে চেনা
হয় না এ জীবনেেতে!
ধর্মের পথে গেলে বলে গোঁড়া
মূর্খ কু-সংষ্কারী
সাম্প্রদায়িক বিষ বাষ্পে ওঠে
ঠাট্টা আর মস্কারী!
সামনে গেলে বলে ওঠে কেউ
বড় যে বেয়াদপ!
পেছনে গেলে শিয়াল শকুনে
গিলে খায় গপাগপ....!  
এমনই বিড়ম্বনা যুগের চিঠি
তাদেরই কালের খামে
তাদেরই জন্য সু-সংবাদ নিয়ে
এলো যে ইসলামে।