অন্য প্রাণেও আছে ঐক্য
রয়েছে ভালোবাসা
একের দুঃখে কাঁদে অপরে
বলে তারা সুখ ভাষা
পশু পাখি কিছু হাসতে পারে
কাঁদতে পারে যে দুঃখেও
আছে কিছু প্রাণী বলতে পারে
মানুষের মত মুখেও!
তবে রে মানুষই শ্রেষ্ঠ কেন
ধরার শ্রেষ্ঠ প্রাণ ?
কেন বা তবে যে মানুষেরা হয়
কেন রে মহিয়ান?
মানুষই কেবল উড়তে পারে
বেরিয়ে আপন থেকে
মানুষই কেবল ঘুরতে পারে
ভাবনার বেড়ী রেখে
মানুষই কেবল ভাবতে পারে
কেমনে হলাম সৃষ্টি!
মানুষই কেবল ঝরাতে পারে
নতুন মেঘের বৃষ্টি!
মানুষই কেবল বাছাই করতে
শিখেছে যে মতবাদ
মানুষেরই শুধু হবে যে বিচার
দুনিয়া ও আখিরাত!
মানুষের মত দায়বদ্ধতা
অন্য প্রাণের নাই
যা কিছুই দেখি নিষ্পাপ সব
পাপ খুঁজে নাহি পাই!
মানুষের পাপ নির্বুদ্ধিতায়
জমে জুলুম যে অযথা
সকল প্রাণের সুবিচারে হয়
স্রষ্টা কৃতজ্ঞতা !
মানুষই কেবল জটিল পথে
করে সে গভীর ধ্যান
আর সব প্রাণ খোদার পুতুল
নেই তো স্বাধীন জ্ঞান!
মানুষই মহান হতে পারে সে
নইলে হবে যে ভ্রষ্টা
মানুষেরই শুধু আছে শক্তি
খুঁজে পেতে এক স্রষ্টা!!
মানুষই কেবল এত স্বাধীন
এমন প্রশ্ন দ্রষ্টা!
মানুষ সবার উর্দ্ধে ওঠে
খোঁজে মানুষের স্রষ্টা!!
যারা খোঁজে না ও বোঝে না
পড়েছে মুখোশটা!
তারাও মানুষ শ্রেষ্ঠ কি না!
বল্লে তো হয় দোষটা!!!