মুখে মধু বধু ভালোবাসো তুমি শুধুই পরকিয়া
চেতনার ফেরিওয়ালা তোমার এমনি সত্য হিয়া!
চেতনার বহুচারিতা তোমার চটক চটুল চাটি
কখন তোমার কি মতবাদ বোঝে না জনতা পার্টি!
তুমিই বলো নিত্য দেখি চিন্তার স্বাধীনতা
তুমিই আবার করছো প্রচার ঈশ্বর মানবতা!
তুমি ভাঙো সব ধর্মের দেয়াল দেশ মতে মারো ঝাঁটা
তুমিই গড়ছো নতুন ধর্ম নতুন মতের প্রাচীর তারকাঁটা!
তুমি বলছো ঈশ্বর নেই তবে এসেছো নিজেরই ইচছায়!
তবে ইচ্ছে মতো থাকতে পারো না মরো কেন তুমি ধুচ্ছাই..!?
কাল সত্য জীবন সত্য তোমার শুধু ঈশ্বরে সংশয়!
চিন্তার স্বাধীনতা তবে অজানাকে জানতে কেন ভয়?!
সবাই তোমার আপন বলো আবার বলছো
সব নাকি অভিনয়!
জানাও জনতাকে আজ আসল তথ্য বহুচারিতা আর বহুগামিতার..
কোনটি মানুষ জানবে সত্য আর কোনটি মিথ্যা জানবে তোমার?