আমি যত সত্য নিয়েই হাজির হই না কেন
তুমি তার বিপক্ষে কোনো এক মিথ্যা নিয়ে
দাঁড়িয়ে যাবে! সেটাই স্বাভাবিক!
যুগে যুগে এভাবেই শয়তান দাঁড়িয়ে যায় যাবে ঠিক!
তাই বলে সত্য থেমে থাকেনি বন্ধু স্রষ্টা যে দাঁড়িয়ে আছে
স্বয়ং সত্যেরই সাথে আরো অধিক!
তুমি কি দেখো না যখন অবিশ্বাসীরা সব কিছু দখলে নিতে
করে কিলবিল স্রষ্টা পাঠান ক্ষুদ্র পাখি আবাবীল!
সামাল দিতে কেমন বেসামাল টালমাটাল জ্ঞান শূণ্য দিক্বিদিক!
আরও কত বলবে আমাদের সত্যের পক্ষে প্রমান হাজির করো?
তবে আজ জেনে নাও "করোনা" কেবলি অবিশ্বাসীদের জন্য
কেবলি এক স্ট্রেন্জ!
এক অতি ক্ষুদ্র খুব সামান্য চ্যালেন্জ!
অতি থেকে অতি যে ক্ষুদ্রতর আকার!
অতি ক্ষুদ্র তবু কত রুদ্র রূপ তাহার!
আমরা একদা বলেছিলাম "উনিশে"র কিছু সত্যে কথা
কাকতালীয় বলে দিয়েছিলে উড়ে তোমরাই অযথা
অথচ তোমরাই ডাকো কোভিড-"উনিশ" বলে!
এই নামকরণ আমরা করিনি কোনো ছলে!
অথচ স্রষ্টা যা চান! তাই হতে বাধ্য জগৎজুড়ে তাই চলে! 
স্রষ্টা বলেন পিতা ছাড়া মারিয়ামের যীশু চিরদিন এক অলৌকিক মিরাকল
ঐশী বাণীতে দ্যাখে কেউ "উনিশ" এর অনেক আশ্চর্য গানিতিক ফলাফল!



[19:19] He  said, “ I am only the messenger of your Lord to give you[news of] a pure boy”
[19:20] She said, "How can I have a son, when no man has touched me; I have never been unchaste.
[Q74:30]Over it is nineteen.