একদিন ঠিকই আসবে মানুষ ধর্ম পথেই
কে কি বললো চোখ রাঙালো কার কী তাতেই?
ধর্ম যুদ্ধ বলে বলে ধর্ম কথা
ভোলাতে চায় মহাসত্য আর অসভ্যতা!
টানতে চায় যে বারে বারে পর্ণ কথা!
ন্যাংটা ভালো ঠ্যাংটা পেলো মোদ্দা কথা!
নারীকে যে বানায় পণ্য ব্যবসা দামি!
বস্তুবাদ আর ভোগবাদে সব নষ্ট জানি
সত্য কইলে অনেক মানুষ উঠবে ফুসি!
পান থেকে চুন পড়লে খসে মারবে ঘুষি!
বলবে আমায় আদিম গেঁয়ো হঠকারি!
একটু পড়েই পড়বে ঘাড়ে তরবারি!
উঠলে বলবে বসলে ভালো থাকনা শুয়েই!
ডানে গেলে বলবে বামে ভুল যে দু'য়েই!
আস্তে গেলে বলবে জোরে মধ্যেমই হোক!
মুখের ভেতর আটকে যাবে সবগুলো ঢোক!!