মাঝে মাঝে হেসে উঠি
মানুষের অজ্ঞতা দেখে
কেমন বোকার মত চড় মারে দিনরাত
নিজেদেরই গালে!
কেউ বলে ধর্ম নেই কর্ম করে যাও
কেউ বলে মানুষের চেয়ে ধর্ম বড় নয়
এসব শুনে কারো যেন হাওয়া লাগে ভাবনার পালে ।
হঠাৎ বলেই বসে ধর্ম মানুষেরই সৃষ্টি!!
স্রষ্টা বলে কেউ নাকি নেই....!!!


আমি হাসি ফাও যুক্তি শুনে....
অথচ ধর্ম বলে তোমার কর্মই আসল
আর মানুষই শ্রেষ্ট সৃষ্টি...
অথচ মানুষই স্রষ্টা হয়ে উঠতে উঠে পড়ে লাগে তবু বলে কেউ- স্রষ্টাই নেই!!


আমি হাসি
আর ভাবি মানুষেরা এতটাই বোকা
আপাতবিরোধী আত্ববিরোধী দর্শনে
কেমন গোলমেলে কত মানুষের মাথা ।


যে কথা ধর্ম বলে তা অবজ্ঞার চোখে দ্যাখে
অথচ সে কথাই বলে যদি বিজ্ঞান ঠিকই মেনে নেয়!


ডাক্তার বলেছে তাই ভোর বেলা উঠে দেখি
ফাল দেয় ফালু মিয়া অলি গলি রাস্তাঘাটে
অথচ মুয়াজ্জিন ডেকে গেছে শোনে নাই
সে কোনদিনই নিজ কান পেতে !!


এমনই কপাল পোড়া আকলহীন আমরা মানুষ!
মুক্তি বেগ যদি কোনদিন
পেয়ে যায় মানুষের
মনের গতি
সেইদিন
খুজে পাবে আলোর গতিতে ছুটে ধর্মের নূর।