ঈদের চাঁদ খুঁজে পেলে আমাকে জানিও
জন্ম থেকে খুঁজেছি সে চাঁদখানিও
পাইনি আমি আাকাশে উঁকি দিয়ে হেলাল
দেখেছি সেই চাঁদে মাখা আছে লাল লাল
নীল নীল কালো রক্তের মেঘে ঢাকা জানি
ও চাঁদ ডুবে আছে আমাদের হিংসার মেঘে
লেগে আছে ধনিক শ্রেণীর উল্লাস জেগে
আছে ভেদাভেদ ক্লেদ লেপ্টানো বাণীও;
শুধুই একক আধিপত্যর নেশায় মেতে
শুধু নিজেরাই পৃথিবীর ক্ষমতা পেতে
শোষিত মানবতাকে চিরদিন শাসাতে
পায়ে দলে দলে দুর্বলকে আরো দাবাতে
যতদিন ঘৃণ্য বর্বর পশুরা অপ-কৌশলে
নরখাদকেরা বেঁচে থাকে নিরপরাধ
রক্ত গিলে ততদিন আমাদের ঈদখানিও
আসবে না জাগবে না দেখবে না কাল
তুমি পুরাতন চাঁদকে বলছো হেলাল?..
আসবে না ঐ চাঁদ যতদিন থাকবে
আহাজারি নিরাপদ নয়
একটিও শিশু
একটিও নারী
একটি মানুষও
আমাদের হিংসা..
লোভ..লালসা... থেকে মুক্ত হতে
পারেনি আমাদের পাপ আর পাপ
ভরা কোন মুখ দেখতে এত অপরাধ
হাসতে হাসতে...
উঁকি দেবে ঈদের নিষ্পাপ চাঁদ?