ঈদের রাতে দরজায় খিল দিয়ে গো অবিরাম
কাঁদতেন উমর আর আমি যে আরামে ঘুমালাম!
কোথায় আমি কোথায় তিনি কোথায় মুসলমান?  
তাইতো আজি ঈদের দিনে নীরবেই কাঁদিলাম
মুখে নয় রে কাজেও যদি থাকতো ঈদের বাণী
তবেই মুসলিম হতাম আমরা থাকতো মুসলমানি!
চলো আজকে নেইরে শপথ ঈদের দিনে কেঁদে
উমরের সে দেখানো পথ বুকেতে কুরান বেঁধে
আজকে মানুষ মানবতাকে উচ্চে তোলার দিন
ইসলাম সে তো শান্তি শপথ বাজাই সাম্য বীণ।