মুয়াজ্জিন তোমার সত্য ধ্রুবকটি উড়িয়েছ যখন
পতপত বিশাল বাতাসে উদার সমুদ্রের আকাশ
নিশ্চল পাহাড়ের উপর দাঁড়ানোর নেই অবকাশ
বজ্রখন্ড মেঘ দাবড়ানো ঘোড়ার মতন খুরাঘাত
করে যাও ক্রমাগত মিথ্যার মাটি খুবলে বুকে
চাগিয়ে দাও সে সত্যের চেরাগ চৌকসে ঠুকে!