জানি বন্ধু,আমার কবিতা কারুর
গায়ে ধরাবে জ্বালা
হয়ত কেউ কবিতা পড়ে
মুখটা করবে কালা
আমিতো বন্ধু চাইনা
কষ্ট হোকগো কারুর
আমি ও চর্চা করতে চাই
তোমাদের বিজ্ঞান,কলা,
চারু ও কারুর কিন্তু,
মহাসত্যেকে ছাঁপিয়ে নয়
অন্ধ অনুকরণে দাঁপিয়ে নয়
পরম সত্যেকে চাঁপিয়ে নয়
সৃষ্টিকর্তা ছাড়া আর কারুর ভয়ে
মুখে দিয়ে নয় তালা
তাতে পরোয়া করিনা কারুর
গায়ে ধরে ধরুক জ্বালা ...