ওগো কবি জন নন্দিত,
তোমার ছন্দে নাচে জনতা,
মৌমাছিদের মতো
কোটি হৃদয়ে টাঙানো
তোমার ছবি,মন্ত্রমুগ্ধ যুব জনতা
শোনে ওগো তোমার কথা
মানব সেবাই হোক তোমার ব্রত।  
হে পাঠকপ্রিয় লেখক,
তোমার লেখা লুফে নেয় সব
আছে প্রকাশনী যত।
ওগো দিকপাল সাহিত্য রত্ন,
নাওনা একটু বিবেকের যত্ন
কল্পনা চিন্তা ফিরাও সৃজন,
ঘুরিয়ে দাও তোমার কলম
মহান মা'বুদের দিকে।
তাতে সুনাম তোমার
একটু কি হবে ফিকে?
বরং মুখে মুখে তোমার
জয় জয়কার ছুটিবে দিকে দিকে।
দোজাহানে তোমার
থাকিবেনা অভাব
তুমি সত্যিকারের হবে কামিয়াব।