আমাদের চোখ আটকে আছে পুরাপ্রস্তরে
কিছু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ঘিরে
আটকে আছে মেসোপটেমিয়া নীল নদ সিন্ধু তীরে
রেনেঁসা রোমান পারস্য বিবরে আটকে আছে!
আমাদের সত্য কেমন অসহায়!
ক্ষুদ্র এক জীবানুকে ঘিরে আমাদের অনুসন্ধান
একটি বিন্দুকে জানতে কতটা শ্রম যায়!?
অথচ অসীম মহাবিশ্বের স্বয়ম্ভু বিশ্লেষণে
কিম্ভূতকিমাকার কিছু বাতুলতার রায়!
মানুষ স্রষ্টা থেকে শুধু দূরে সরে যেতে চায়!