অনেক তো হলো কবি
জীবনে তো দিয়েছো অনেক
যৌবন দিয়েছো তুমি মুক্ত
করেছো স্বদেশ
রক্তে কবিতা লিখে
জীবনটা বাজি রেখে
দেশ ও দশের তরে তুমি
করেছো অনেক ।
স্ত্রৈণ স্বামী হলে
আবেগী পিতা হলে
এখনও প্রেম তো ঝরে
তোমার প্রতি পদে প্রতি পলে পলে
সেই প্রেমে ভুল নেই এতটুকু খুঁত নেই
দেখেছি আমি প্রেম তোমার ভেতর অনেক;
জানি কবি পড়েছি মনের ভাষা আমি
গত রাতে তোমার পড়েছি কবিতা শতেক!
বুঝেছি তোমাকে আমি সবিশেষ
তাই রাত জেগে জেগে তোমার প্রতি
বলেছি সালাম অশেষ।


তবে তো শেষ কালে
দেখো চেয়ে ফলে ফুলে সাজিয়ে
প্রেম কে উল্টো তোমায় অগোচরে
অভিসারে গোপনে গোপনে করে নিবেদন?
নাম ঠিকানাহীন প্রেরক
পৃথিবীর খামে ভরে চিঠি ফেলে
দেখনি গোপনে গেছে কে চলে?
তুমি শুধু রেখে যাওয়া প্রকৃতির উপহারই নিলে?
পর্ণ ঝরা গাছ-ঝর্ণা ঝরা আকাশ
কে সাজিয়ে বলো রেখে গেলে?
তোমাকে পাবার তরে হে কবি
তোমাকে ভাবাবার তরে হে কবি
শুধু তোমাকেই নীরবে ভালোবেসে?
দেখো কবি ভালো করে.. আরো.. ভালো করে
ভেতরের চোখ সহ তিনটি চোখ অথবা আরো
যদি থেকে থাকে তার সব গুলো মেলে..
শুধু তোমার জন্য কবি
এতটা ছবির মতো
এতটা মধুর করে
এতটা মমতা দিয়ে
কবিতার মতো করে এ পৃথিবী
সাজিয়ে দিলে!
সবাই তো সব পেল
স্ত্রী পেল দেশ পেল
সন্তানেরা সুখ পেল
পাঠক কবিতা তবু পেলে
শুধু কেন স্রষ্টার বেলায়
একটু কৃপণ তুমি
একটু পাষাণ তুমি
একটু অকৃতজ্ঞ কেন হলে?


তোমার প্রেম কি এত দামি?
স্রষ্টা কি এতটা অবহেলে?
এত কিছু পেয়েও স্রষ্টার প্রেমে
তোমার সাড়া নাহি মেলে
কবি সাড়া নাহি দিলে??


কবি,
তোমার কবিতায় ফুল পাখি চাঁদ তারা
জগতের নেতা খেতা মানুষ মানবতা
কুকুর বিড়াল শিয়াল মাছি মাকড়সা
সব কিছু পেলো,পেলো তো করতালি
শুধু স্রষ্টা কেন হলো তোমার চোখের বালি?
তোমার কলমে এতো এতো তেল
দেখি এতো এতো ভরা কালি
শুধু স্রষ্টার বেলায় হয়ে যায় খালি!..??  


দিন যায় নতুন নতুন শেখা হয়
মানুষ দিনে দিনে আরও বিজ্ঞ
প্রাজ্ঞ আর জ্ঞানী হয়ে ওঠে
এখন কি সময় বলো ছেলে খেলে?
প্রকৃতি শেখায় তারও এক নিশ্চয়
প্রতিপালক রক্ষক পৃষ্ঠপোষক আছে
অথচ বুঝি না তুমি কি সব বলে যাও এলেবেলে!    


তোমার অবিশ্বাসে তোমার সুখ
তুমি আঁকো;
তুমি যদি সুখি হও তবে
তাই নিয়ে
হে কবি তাই নিয়ে থাকো।
মানুষের কুৎসিত দেখে তুমি
ভগবান পায়ে দলে গেলে?
ভগবান মহান জেনো
তোমাকে তবু কভু যায়নিকো ফেলে!
তবে কে সাম্যতা মানবতা প্রেমে?
কে মহান তবে বলো ?
তবে কার চে' কে? কে মহান বেশি হলো?
সময়ের শপথ করে আজ আমি বলি
সময়ই একদিন সে কথা দেবে বলে;
কোনদিন তোমাকে বিরক্ত করতে
আসব না আর
ভালো থেকো
খুব ভালো
আমি যাই চলে....