কাল সারারাত বসে কলমের
নিব ঘষে ঘষে করেছি ভোঁতা
কলমকে বলেছি
"তুই রাখ ঢাক শেখ বাবা"
"পোষা টিয়ে পাখি হ"..
কেমন সুন্দর বলবি তুই কয়েকটা
সহজ কথা
বলবি "মানবতা আর সাম্যতা"
হবি তুই সুন্দর "এক পোষা তোতা"


কলমকে বলেছি
ওসব ঈশ্বর ছেড়ে-ভণিতা ছেড়ে-
ধর্ম কথা ছেড়ে আকাশে মহাকাশে না ঘুরে
ধুলির ধরাতে একটু নাম তো বাবা..
যা কিছু নাই তাই নিয়ে এত
আছে আছে বলে
মিছে মুখে কেন ফেনা?..
দেখনা চেয়ে দেখনা
ঠেকে ঠেকে শেখনা
ঠকে ঠকে শেখনা বাবা..
তবেই কেবল ঠাকুরের কৃপায়
"বুদ্ধিজীবি" হতে কেউ তোকে
আটকাবে না...!
বাবা বিজ্ঞান বলেছে
বিলকুল বলে যা বারবার
নেমক হারাম হয়ে যা
নাকে নেতার নখের নস্যি নিয়ে নে না..!


তারপর 'কলম' তোর দুটো 'বিদ্রোহী দাঁত'
ধীরে ধীরে খুলবো সপাট
বাবুরাম সাপুড়েকে দিয়ে দেবো
চুকে যাবে পাট!
"করবি না ফোঁসফাঁস...করবি না উৎপাত....
....খাবি শুধু দুধ ভাত"
ডান্ডা মেরে তোকে ঠান্ডা করে
হাটে বাজারে
শহরে রাস্তায়
পাড়ায় পাড়ায়
ঘুরে ঘুরে
তোকে দিয়ে "বাবুরাম" কি সুন্দর
খেলা দেখাবে!
মানুষের নির্মল বিনোদন হবি তুই..
ভালো করে মনে রাখ "কলম"
কাল থেকে 'কটকট' 'কড়কড়' 'কচকচ' 'কড়মড়'
'কলবল' 'কলকল' 'কসমস' 'কপকপ' কোন কিচছু করবিনে..
কেমন?..
কাল থেকে একটু একটু করে
"কলম" তুই "মানুষ হবি" ওকে??....
কলম শিখে গেলো "জি হুজুর".....