প্রতিদিন একটু একটু করে মেরে ফেলি নিজেকে
প্রতিদিন অনেক প্রশ্ন তুলে আনি কবিতার জালে
ভাবনার বর্শিতে গেঁথে নেই অনেক ঝলমলে
আলো অনেক বিদ্রোহ নেচে ওঠে কলমের ডগায়
সমাধান কই? কইনা তো এই পথে হেটে গেলে
একদিন মুছে গিয়েছিলো অন্ধকারে সব ধর্ষণ
একদিন থেমে গিয়েছিলো ঘর্ষন-দর্শন
পৃথিবীর থেকে
বিদায় নিয়েছিলো বুভুক্ষু জনতার আহাজারি
কোন পথে একদিন মানুষ অসীম চাহিদাকে
পড়াবে লাগাম? ঠিক কোন পথে হাটলে মানুষ
বিষাক্ত করবে না পৃথিবীর নির্মল বাতাস?
কোন পথে মানুষের আকাংখাকে ফেরানো
যাবে শান্তির হাতের মুঠোয় কোন পথে?
আমরা হবো অনুগত সন্তান স্নেহধারী
পিতা মাতা হবো ঠিক কোন পথে হাটলে
শিশু পাবে তার জন্মগত অধিকার
মায়ের বুকের দুধ​? কোন পথে নারী আর
পুরুষ পাবে তাদের নিজ নিজ সম্মান?
কোন পথে হাটলে জালিম শাসকের মুখে
থুথু মেরে বলবে তুই আমার আমানতদার
পাহাড়াদার ব্যতিত খুব কিছু কি?...
অজস্র প্রশ্নের অধিকার ঘোরে ফেরে শুধু
কলমের ডগায় নাচে না কোন সমাধান!??