আমি পথ ভুলে গেছি পথ ভুলে যাই
এক মাস ধরে আমি 'শিখলাম যা-ই'
পায়ে পড়ে এসে যদি কেউ ঝগড়ার
কথা বলে বলে দাও 'আমি রোযাদার'
কেউ যদি চোখে মুখে আনে 'বিষ থীম'
বলে দাও আমি ভাই এক 'মুসলিম'।


'আত্নসমর্পণ' সে তো শান্তির তরে
'সালাম' 'সালাম' বলা এই ধর্মরে
কেউ যদি ভুল বুঝে 'সন্ত্রাসী' কয়!
বলো তাকে 'সন্ত্রাস' ধর্মতো নয়?
ক্ষমার বাণী দিয়ে-দিয়ে সব ভালো
যেই পথে চলে গেছে হেরার ও আলো
বন্ধু বন্ধু বলি চলো বন্ধুর অভিযানে!
ধর্মই তো শান্তি, করি-'যা শিখেছি রমজানে'!