মাঝে মাঝে ভাবি অন্ধ ভালো
দ্যাখে নি চোখেতে পাপ
চোখ দুটো পেয়ে অন্ধ আমি
আজি তারই অনুতাপ!
মাঝে মাঝে ভাবি বোবাই ভালো
বলে না গীবত কারো
কথা বলা মুখ পেয়ে আমি তো
বলেছি হাজারো
হাত নেই যার সেই বুঝি ভালো
ধরে না নিষেধ হাতে
পা নেই যার সে ছোটে না তো
অবৈধ যেখানে তে!
চোখ- হাত-নাকে পুলক নিয়ে
করি নাই শুকরিয়া
চোখের জলেতে মেটাবো কিছু
কাঁদি আজ ডুকরিয়া!
দিলো প্রভু মেধা খাটাই নি তো
শুধু পাপ প্রেষণা!
কেমনে জগৎ করিব আলো
করি নাই গবেষণা!!
মাঝে মাঝে তাই ভাবি জীবন
শুধুই বিফল হলো
মানুষের তরে মানুষ আমি
কবে যে প্রভুর হবো বলো?
মাঝে মাঝে ভাবি অন্ধ ভালো
সত্যিই অন্ধ আমি!?
এতো আলো চারিদিকে আমার
তবু গেলনা গোঁড়ামি..!?