পৃথিবীর সব প্রাণী ঘুমিয়েছে
জেগে আছে শুধু নিশুতি এক কবি
সর্বত্র চলছে লুন্ঠণ, ব্যাবিচার
সন্ত্রাসী চাদাবাজে ভরিয়া গেছে দেশ
কবির চোখে ঘুম নেই তাই
সর্বত্র ধোঁয়ার গন্ধ আর পোঁড়া ছাই
বিনিদ্র রজনী যেন অকাল বিধবার
নির্ঘুম কাটাবে কবি কত রাত আর!
আর কত ডেকে যাবে কলম তোমার
সবাইকে জাগিয়ে তুমি ঘুমাও এবার
ভাবেনা রাষ্ট্রের নেতাগণ বড় বড় সা'ব
বল তুমি একা একা ভেবে কী লাভ?