তোমাদের পৃথিবীতে আমি আসিয়াছি
বহুকাল,বহুবার
দেখিয়াছি দুঃসহ দুঃখ দুর্নিবার
তোমরা মানুষেরা নিজেদের দুঃখ
ডাকিয়া আন নিজেরাই বারবার
আমরা কবিরা কাব্য গড়ি
শান্তির সমাহার  
তোমরা কুন্ঠিত হওনা কখনও
লইতে গর্দানও তাঁর
আমরা জাগাই জাতীর বিবেক
সমস্ত জনতা আর সব জনপদ
তোমরা ধ্বংস কর সভ্যতা, চাও বিলাসিতা,
অর্থ,নারী,মদ আর পদ
তোমরা এসব পেয়েই খুশী
আনন্দে আত্নহারা আর
আহ্লাদে গদগদ
আমাদের কলমে কালিতে কালিতে
সাজাই বিনির্মানের সুন্দর কাজ
সাম্য,শান্তি,সত্যে ভরা সুখময় সব
সুষ্ঠু সমাজ
আমাদেরই আবার দালাল বলিয়া
কর রোজ কারাগারে রাজবন্দী
তোমরা মানুষ সবই পার হায়
মাথায় মস্ত অঢেল ফন্দি
আমরা প্রচার করি সত্য,সুন্দর
সুমহান ন্যায়-নীতি
তোমরা বলিবে এ দেশদ্রোহী ,বিপ্লবী,
বিদ্রোহী কোন গীতি
মনে করে দেখ যুগে যুগে আমি
বহুকবি,বহুরুপী
ইকবাল,নজরুল স্মৃতী
আমরা আসিবই, আসিবই আসিব
তাই অত্যাচারীরা ভীত-সন্ত্রস্ত্র
কিন্তু, এযে অপ্রতিরোধ্য অনিবার্য
যুলুমশাহীরা অক্ষম আর
ঠেকাবার কোন নেই অস্র!