নিদাঘ তিয়াষা আর
প্রবল পিয়াসা নিয়ে
আমি কতবার গেছি
হেটে হেটে
কত যে  বিচিত্র,বিরল
অসংখ্য হৃদয়ের গে'টে
মেটে ইদুরের মত
ক্ষত নিয়ে বুকের ভেতর
ছটফট করেছি কত
যত আছে পৃথিবীতে যত
মতবাদ ঘেটে ঘেটে আমি
হয়েছি ক্লান্ত
অবশেষে শান্ত
সরল,সত্য,সহজ
পথ পেয়ে গেছি আমি
এত দামি জীবন আমার
হেলায় করেছি নষ্ট
বড়ই কষ্ট
পাই ভেবে ভেবে এখন
ভাগ্যের লেখন
ছিল, তাই বুঝি নিঃশেষে
অবশেষে তোমাকে পেলাম
এবং এলাম তোমারি
খুব
অতি কাছে প্রভু
এই আমাকে তাড়িয়ে
দিয়োনা কভু,


দাড়িয়ে
সালাতে হাত বেঁধে
বার বার কেঁদে কেঁদে
প্রার্থনা করি তবু