একটি সুন্দর কবিতাকে
খুবলে খুবলে খেতে দেখি
এক দাঁতাল বুনো কুকুরকে ।
কিছু বিদঘুঁটে শুকরকে
দেখি আহ্লাদে ছিঁড়ে খেতে
একটি সুন্দর লাল সবুজ
মলাটের কবিতার বই ।
মুখে ফোটে খই
তবু, অবলীলায় চলে মিথ্যাচার
সেই সুন্দর কবিতাখানির
স্রষ্টা যারা তাদেরই নেই
অধিকার-বাঁচার ।
সেই সুন্দর কবিতাখানির
সব শব্দ,বর্ণ আজ
দেয় ধিক্কার!
তবু টনক নড়েনা কারো
চারিদিকে শুনি শুধু
ক্ষমতার ফুত্কার ।